প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 25, 2025 ইং
লাখো মানুষ বরণ করবেন তারেক রহমানকে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লাখো জনতা স্বাগত জানাবেন আজ বৃহস্পতিবার। প্রায় দেড় যুগ যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত থাকা এই নেতার স্বদেশ প্রত্যবর্তনকে ঐতিহাসিক ও স্মরনিয় করতে বিএনপি ব্যাপক আয়োজন করছে। রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল রোড) এলাকায় তাকে দেওয়া হবে বিশাল গণসংবর্ধনা। এতে প্রায় অর্ধকোটি লোকের সমাগম হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় পৌছেছেন, অনেকে ঢাকার পথে রয়েছেন। পুরো আয়োজন সুশৃঙ্খল রাখতে একদিকে যেমন দলীয় নেতা-কর্মীরা দিনরাত নিরলস কাজ করছেন, অন্যদিকে নিñিদ্র নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করতে সরকারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুতি নিচ্ছেন। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা মঞ্চ এলাকা পরিদর্শন ও টহল দিচ্ছেন।
জানা গেছে, লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ২৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় (স্থানীয় সময়) বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে (বিজি-২০২০) ঢাকার উদ্দেশে রওনা হন তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আবদুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা নামের আরেকজন রয়েছেন। এমনকি তার আদরের পোষা বিড়াল 'জেবু'ও সঙ্গে আছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় ১১টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিমানবন্দর থেকে সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে তার অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। পরে রাজধানীর খিলক্ষেতে ৩০০ ফিট (পূর্বাচল রোড) এলাকায় বিএনপির আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিয়ে মঞ্চে বক্তব্য দেবেন তিনি।
বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হবে। ২৫ ডিসেম্বর এই এলাকা মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে।
নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনসমাগম জনসমাগম যত বড়ই হোক, সবাইকে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে হবে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাবেন। কোনো বিশৃঙ্খলা বা অরাজকতা করা যাবে না। তিনি তার মাকে দেখে বাসায় পৌঁছানো পর্যন্ত সবাই শৃঙ্খলার সঙ্গে অবস্থান করবেন
নেতাকর্মীদের উচ্ছ্বাস-মিছিল তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তে সারাদেশের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ, দলে ফিরছে এক নতুন প্রাণচাঞ্চল্যতা।
তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নগরজুড়ে অলি-গলি ও গুরুত্বপূর্ণ মোড়ে ঝুলিয়েছেন ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ড ছেয়ে গেছে। এতে বড় অক্ষরে লেখা-'লিডার আসছে', 'হে বিজয়ী বীর, তোমাকে স্বাগত' ইত্যাদি শ্লোগান।
১০ রুটে ২০ স্পেশাল ট্রেনে দেশের বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীরা সংবর্ধনায় যোগ দেবেন। টাঙ্গাইল থেকে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর ব্যবস্থাপনায় স্পেশাল ট্রেনে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। এছাড়াও বাসেও যাবেন হাজার হাজার নেতাকর্মী। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বাস, ট্রেন, লঞ্চ ট্রাকে ভরে ঢাকায় আসছে অসংখ্য নেতাকর্মী ও সমর্থকরা। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 'নিরাপত্তাজনিত কারণে' ২৪ ঘণ্টা দর্শনার্থী নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। শাহজালাল বিমানবন্দরে কেবল টিকিট ও পাসপোর্টধারী যাত্রীরা ঢুকতে পারবেন বলে জানিয়েছে তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com